Retting of Jute Seed Plants (1980)
প্রযুক্তির
নাম |
|
বীজ পাট গাছের পচন পদ্ধতি (সন ১৯৮০)
Retting of Jute Seed Plants |
প্রযুক্তির
বৈশিষ্ঠ্য |
|
* বীজ পাট গাছের জন্য সাধারণত আগস্ট মাসে জমিতে বীজ বপন
করা হয়। * গাছে যখন অধিকাংশ ফলের রং বাদামী রংয়ের হয় ঠিক তখনই বীজ
পাট কাটতে হবে। * মৌসুম ব্যতীত অন্য সময়ে পাট আঁশ পাওয়া যায়। |
প্রযুক্তির
উপযোগিতা |
|
পাট উৎপাদনশীল সকল এলাকার
জন্য প্রযোজ্য। |
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত
বিবরণ |
|
* বীজ পাট গাছ জাক দেওয়ার আগে গাছের গোড়ার ৪৫ সে. মি. বা
দেড় ফুট পরিমাণ অংশ কাঠের বা বাঁশের হাতুড়ী দিয়ে সামান্য থেতলে দিয়ে বা গোড়ার দেড়
হাত পারিমাণ অংশ ৭-৮ দিন পানিতে ডুবিয়ে রাখার পর জাক দিতে হবে। * জাক তৈরীর পর সময় পাটের আঁটিগুলোকে প্রথম সারিতে লম্বালম্বি,
দ্বিতীয় সারিতে আড়াআড়ি ভাবে এবং তৃতীয় সারিতে আবার লম্বালম্বি ভাবে সাজিয়ে জাক তৈরী
করলে পানি এবং পচন জীবাণু জাকের মধ্যে সহজে চলাফেরা করতে পারে। ফলে পাট পচন তরান্বিত
হয়। * জাক তৈরীর কচুরীপানা বা খড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে পাট
তাড়াতাড়ি পচে যায়। * পাট জাক দেওয়ার ৮/১০ দিন পর থেকে জাক পরীক্ষা করা উচিত।
পচন সম্পন্ন হলে আঁশ গুলোকে পরিস্কার পানিতে ধুয়ে নিতে হয়। আঁশ মাটিতে না শুকিয়ে
বাঁশের আড়ায় বা ঘরের চালে ভাল ভাবে শুকিয়ে নিতে হবে। |
প্রযুক্তি
হতে প্রপ্তি |
|
পাটের উপযুক্ত মৌসুম ছাড়া অন্য সময়ে পাট আঁশ পাওয়া যায়
বলে কৃষক আর্থিকভাবে বেশী লাভবান হন। |