Removal of ‘Shamla (dark grey) Color’ by Tamarind solution (1982)
প্রযুক্তির
নাম |
|
পাটের শ্যামলা রং দূরীকরনে তেঁতুল ব্যবহার পদ্ধতি (সন
1982) Removal
of ‘Shamla (dark grey) Color’ by Tamarind solution |
||||
প্রযুক্তির
বৈশিষ্ঠ্য |
|
ক) জৈব পদ্ধতিতে পাট শ্যামলা রং দূর করে আঁশের উজ্জ্বলতা
বৃদ্ধি করা যায়। খ) আঁশের গুনগত মানের কোনো সমস্যা হয় না। গ) সহজলভ্য পদ্ধতিতে আঁশের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। |
||||
প্রযুক্তির
উপযোগিতা |
|
স্বল্প পানি এব্ং পচন পানি সহজলভ্য উভয় এলাকাতেই প্রযুক্তিটি
উপযোগী। |
||||
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত
বিবরণ |
|
* স্বল্প খরচ বিধায় কৃষক সহজেই প্রযুক্তিটি গ্রহণ করেছে।
* আমাদের দেশের অধিকাংশ পাট চাষি কলা গাছের কান্ড, কাদা
মাটি বা মাটির বড় ঢেলা প্রভৃতি দ্বারা জাক ডুবিয়ে থাকেন। এ সমস্ত দ্রব্যাদির রাসায়নিক
গুণাগুণের জন্য আঁশের রং কাল বা শ্যামলা হয় কর্দমাক্ত ঘোলা পানিতে পাট পচালে আঁশের
রং কাল বা শ্যামলা হয়ে যায়। আদর্শ উপায়ে পাট না পচানোর ফলে যদি আঁশের রং কাল হয়ে
যায় তবে ১ মণ পানিতে ১ (এক) কেজি তেঁতুল গুলে সেই তেঁতুল গোলা পানিতে ঐ সমস্ত কালো
আঁশ ৪-৫ মিনিট সময় ডুবিয়ে রাখলেই আঁশের রং উজ্জ্বল হবে। তবে রং উজ্জ্বল হওয়ার পর
আঁশগুলিকে আবার পরিস্কার পানিতে ধুয়ে নিতে হবে, যাতে আঁশের গায়ে কোন তেঁতুলের রস
লেগে না থাকে। অর্থাৎ ১ মণ পানিতে এক সাথে অনেক আঁশের (১-১.৫ মণ) শ্যামলা রং দূর
করা সম্ভব । |
||||
প্রযুক্তি
হতে প্রপ্তি |
|
তেঁতুল গোলা পানি ব্যবহার করে পাট চাষীগণ যেমন উন্নত ও
উজ্জ্বল রংয়ের আঁশ উৎপাদনের মাধ্যমে অধিক অর্থ উপার্জন করবেন তেমনি দেশও উন্নত আঁশ
বিদেশে রপ্তানী করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে । |
||||
প্রযুক্তির
ছবি |
|
|