Back

Ribbon retting in the polythene-lined artificial retting tanks (1983)

প্রযুক্তির নাম

 

পলিথিন বৃস্তিত কৃত্রিম ট্যাংকে ছাল পচন পদ্ধতি (সন ১৯৮৩) Ribbon retting in the polythene-lined artificial retting tanks

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

ক) স্বল্প সময়ে পাট পচন সম্ভব হয়।

খ) আঁশের মান কমপক্ষে ০১ গ্রেড উন্নত হয়।

প্রযুক্তির উপযোগিতা

 

পানি স্বল্প এলাকায় জন্য বিশেষ ভাবে উপযোগী। এটি পাট পচনের একটি আপদকালীন প্রযুক্তি।

প্রযুক্তি ব্যবহার পদ্ধতির

সংক্ষিপ্ত বিবরণ

 

প্রযুক্তিটি স্বল্প পানি এলাকায় অধিকতর জনপ্রিয়। এই পদ্ধতিতে পাট পচাতে হলে ১০০-১১০ দিন বয়সের পাট গাছ কেটে পাতা ঝরিয়ে নিয়ে সাথে সাথে পাট গাছের গোড়ার অংশে ৩-৪ ইঞ্চি পরিমান একটি বাঁশের হাতুড়ী বা মুগুর দিয়ে থেতলিয়ে নিয়ে জুট রিবনারের সাহায্যে ছাল ছাড়িয়ে নিতে হয়। তারপর ছালগুলিকে একত্রিত করে বান্ডিল বেঁধে সেগুলি পূর্বে থেকে তৈরীকৃত পলিথিন বিছানো মাটির গর্তে জাক দিতে হয়। সাধারণতঃ (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) (৬ মিঃ x ২ মিঃ x ১ মিঃ) মাপের গর্তে এক বিঘা জমির (৩৩ শতাংশ) প্রায় ২৫০০-৩০০০ কেজি পাট ছাল পচানো যায়। উক্ত গর্তে পুকুর, খাল-বিল বা ডিপ টিউব ওয়েল হতে প্রয়োজনীয় পরিমাণ পানি দিয়ে ভরে দিতে হবে। পাট ছালের বান্ডিলগুলি পানিতে ডুবিয়ে দিয়ে কচুরী পানা বা খড় দিয়ে ভাল ভাবে ঢেঁকে দিতে হবে, যেন রৌদ্রে ছালগুলি শুকিয়ে না যায়। গর্তের পানিতে কিছু পাট পচন পানি যোগ করে দিতে হবে। ৮-৯ দিন পর জাক পরীক্ষা করতে হবে। ছালের পচন সম্পন্ন হলে পরিষ্কার পানিতে ধুয়ে বাঁশের আড়ায় ভালভাবে শুকিয়ে গুদামজাত করবেন। প্রতি কেজি কাচা ছালের জন্য ৫.০-৬.০০ লিটার পানির প্রয়োজন হয়।

প্রযুক্তি হতে প্রপ্তি

 

ক) কম পানির প্রয়োজন হয়।

খ) উন্নত মানের আঁশ উৎপন্ন হয়। ভালো আঁশে বেশী মূল্য পাওয়া যায়।

গ) পাট খড়িগুলি শক্ত ও টেকসই হয়।

প্রযুক্তির ছবি

 

 

       পলিথিন বিস্তৃত কৃত্রিম ট্যাংকে ছাল পচন