Back

Up-gradation of Fibre Quality of Seed-cut and barky fibres (1984)

প্রযুক্তির নাম

 

সনাতন পদ্ধতিতে পাট বীজ গাছের আঁশের মান উনড়বয়ন (সন ১৯৮৪) Up-gradation of Fibre Quality of Seed-cut and barky fibres

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

পাটের মৌসুম ছাড়া অন্য মৌসুমে বীজ গাছের ছাল থেকে পাট আঁশ সংগ্রহ করা যায়।

প্রযুক্তির উপযোগিতা

 

পাট বীজ উৎপাদনকারী সকল এলাকায় উপযোগী।

মাঠ পর্যায়ের তথ্য

 

বীজ পাট গাছ থেকে বীজ কেটে নেওয়ার পর গাছের অবশিষ্ট অংশ কেটে নিতে হয়। পাট গাছগুলিকে আঁটি বেধেঁ পুকুর বা জলাশয় বা নদীর পানিতে জাক দিয়ে পচাতে হয়। জাক দেওয়ার পর কচুরীপানা বা খড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে তাড়াতাড়ি পাটের পচন সম্পন্ন হয়। পাট গাছ জাক দেওয়ার ৮/১০ দিন পর থেকে জাক পরীক্ষা করতে হয়। পচন সম্পন্ন হলে আঁশ গুলোকে পরিস্কার পানিতে ধুয়ে নিয়ে বাঁশের আড়ায় বা ঘরের চালে বা ব্রিজের রেলিং-এ আঁশ ভালভাবে শুকিয়ে নিতে হয়।

প্রযুক্তি হতে প্রপ্তি

 

বীজের পাশাপাশি আঁশ পাওয়া যায় বলে জাতীয় আঁশ উৎপাদন লক্ষ্যমাত্রায় সহায়ক হয়। ফলে কৃষক আর্থিকভাবে বেশী লাভবান হন।

প্রযুক্তির ছবি